◄◄◄ কাচ্চি বিরিয়ানি ►►►
উপকরণ :
►খাসির মাংস ২ কেজি
►পোলাওর চাল ১ কেজি
►ঘি ১.১/২ কাপ
►আলু ১/২ কেজি
►পেঁয়াজ, স্লাইস ১/২ কাপ
►আদা, বাটা ২ টেঃ চাঃ
►রসুন, বাটা ২ চা চাঃ
►দারচিনি, গুঁড়া ১/২ চা চাঃ
►এলাচ, গুঁড়া ৬ টি
►লবঙ্গ, গুঁড়া ৪ টি
►জয়ফল, গুঁড়া ১ টি
►জয়ত্রী, গুঁড়া ১/৮ চা চাঃ
►জিরা, গুঁড়া ১ টেঃ চাঃ
►শুকনা মরিচ, গুঁড়া ৬ টি
►দই ১.১/৪ কাপ
►হলুদ রঙ সামান্য
►গোলাপজল ২ টেঃ চাঃ
►কেওড়াজল ২ টেঃ চাঃ
►আলুবোখারা (ইচ্ছা) ৮- ১০ টা
►আটা ১ কাপ
►লবন ২ টেঃ চাঃ
►জ্বালানী কাঠ ৫ কেজি
►পোলাওর চাল ১ কেজি
►ঘি ১.১/২ কাপ
►আলু ১/২ কেজি
►পেঁয়াজ, স্লাইস ১/২ কাপ
►আদা, বাটা ২ টেঃ চাঃ
►রসুন, বাটা ২ চা চাঃ
►দারচিনি, গুঁড়া ১/২ চা চাঃ
►এলাচ, গুঁড়া ৬ টি
►লবঙ্গ, গুঁড়া ৪ টি
►জয়ফল, গুঁড়া ১ টি
►জয়ত্রী, গুঁড়া ১/৮ চা চাঃ
►জিরা, গুঁড়া ১ টেঃ চাঃ
►শুকনা মরিচ, গুঁড়া ৬ টি
►দই ১.১/৪ কাপ
►হলুদ রঙ সামান্য
►গোলাপজল ২ টেঃ চাঃ
►কেওড়াজল ২ টেঃ চাঃ
►আলুবোখারা (ইচ্ছা) ৮- ১০ টা
►আটা ১ কাপ
►লবন ২ টেঃ চাঃ
►জ্বালানী কাঠ ৫ কেজি
প্রণালি :
► মাংস ধুয়ে লবন মেখে ৩০ মিনিট রাখুন। মাংস আবার ধুয়ে পানি ঝরিয়ে নিন।
► পেঁয়াজ ঘিয়ে বাদামী করে ভেজে তুলুন। ঠান্ডা হলে একটু মোটা করে গুঁড়া করে নিন ।
► আলুতে হালকা রঙ মিশিয়ে বাদামি রঙ করে ভেজে রাখুন।
► যে হাঁড়িতে বিরিয়ানী রান্না করবেন সে হাঁড়িতে মাংস নিন। আদা, রসুন, পেঁয়াজ, গুঁড়া মসলা মাংসের সাথে মিশান। দই, গোলাপ ও কেওড়া ভালভাবে মিশান। মাংসের উপরে আলু বিছিয়ে দিন। অল্প ঘি ও আলু বোখারা দিন।
► পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ১২ কাপ ফুটানো লবন পানিতে চাল ছাড়ুন। চাল ফুটে উঠা মাত্রই পরিস্কার পাত্রে পানি ঝরিয়ে নিন।
► পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ১২ কাপ ফুটানো লবন পানিতে চাল ছাড়ুন। চাল ফুটে উঠা মাত্রই পরিস্কার পাত্রে পানি ঝরিয়ে নিন।
►চালের ফুটানো পানি থেকে ১ কাপ পানিতে ৩/৪ কাপ ঘি মিশিয়ে মাংসে দিয়ে মিশাণ। মাংসের উপর চাল ছড়িয়ে দিন। উপরে সামান্য রঙ ছিটিয়ে দিন। ১ কাপ চালের পানি ও বাকি ঘি মিশিয়ে চালের উপর দিন, প্রয়োজন হলে আরও ফুটানো পানি এমন আন্দাজে দিন যেন পানি চালের সমান হয়, চালের উপরে না উঠে। ঢাকনা দিয়ে দিন।
► আটা পানি দিয়ে মথুন। আটা দিয়ে হাঁড়ির মুখে ঢাকনা এঁটে দিন।
► কাচ্চি বিরিয়ানি গ্যাসের চুলায় রান্না করতে হলে চুলার উপর কড়া জ্বালে হাড়ি বসান। হাড়ির ঢাকনার উপরে ফুটানো পানিসহ একটি সস্প্যানে বসান। ২০- ২৫ মিনিট পরে উনুনের জ্বাল কমিয়ে দিন। আরও ১ -১.৫ ঘন্টা পরে বিরিয়ানির সুগন্ধ বের হলে নামিয়ে নিন।
►কাচ্চি বিরিয়ানি কাঠ কয়লার আগুনে রান্না করতে হলে কাঠে আগুন দেয়ার পর যখন ৩/৪ অংশ পুড়ে বড় কাঠ- কয়লা হবে, সে কয়লার আগুনে হাঁড়ি বসিয়ে দিন। হাঁড়ির উপরে এবং চারপাশেও কাঠ- কয়লার আগুন দিয়ে দিন। হাঁড়ির তলায় প্রথমে ১৫ মিনিট কাঠ পোড়াবেন, পরে ২- ২.৫ ঘন্টা কাঠ- কয়লার আগুনে দমে রাখবেন।
►কাচ্চি বিরিয়ানি সালাদ এবং বোরহানির সঙ্গে পরিবেশন করুন।
0 comments:
Post a Comment