Tuesday, 1 March 2016

Mango ice-cream
গরম শুরু হয়ে গেছে---- আর গরমের মজাই হল আইস ক্রিম খাওয়া। আমার বানানো perfect yummy cool cool Mango ice-cream .
রেসিপিঃ যা লাগবেঃ--
Mango pulp- ৪ কাপ,
Condensed Milk- ১ টিন,
Dano Cream - ২ কাপ,
ঘন দুধ- হাফ কাপ।।

যেভাবে করবেনঃ--
mango pulp ভালো ভাবে ছেকে নিতে হবে। mango pulp ছাড়া সব একসাথে bit করুন। বেশ ভালো ভাবে bit করতে হবে। এবার mango pulp দিয়ে bit করুন। একটা বাটিতে রেখে ডিপ ফ্রিজে রাখুন ৩ ঘণ্টার জন্য। ৩ ঘণ্টা পর বের করে আবার bit then আবার ফ্রিজে ৩ ঘণ্টার জন্য then again bit এভাবে 3 time's bit করতে হবে।
এবার খেয়ে দেখুন কত yummy & soft হয়েছে আর test -----সেটা এবার আপনারা বলুন -----!!!

0 comments: